সরকারি চাকরিতে নিয়োগে বিদ্যমান কোটা সংস্কার ও সব ধরনের কোটা ১০%-এ কমিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার সকাল ৯টায় কোটা সংস্কার আন্দোলনে সাধারন শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানারে কাঠালতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের শহিদ মিনার চত্বর, বিজ্ঞান অনুষদ চত্বর থেকে বের হয়ে লক্ষ্মীবাজার মোড় প্রদক্ষিণ করে ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে কোটা ১০%-এ কমিয়ে আনা, মেধা কোটা ৯০% করা ও কোটায় বিশেষ পরিক্ষা বাতিলের দাবি জানান। মিছিল ও সমাবেশের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কেন্দ্রিয় কমিটির সদস্য এপিএম সুহেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সমন্বয়ক রাইসুল ইসলাম নয়ন, আহ্বায়ক জেসমিন আক্তার, যুগ্ন-আহ্বায়ক তানভীর, আহসান জোবায়ের, রবিউল ইসলাম, সুমন প্রমুখ।
জবি সংবাদদাতা