দেশের বিভিন্ন স্থানে স্থানীয় সরকার পরিষদের ১৩৩টি পদে ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৪৭টি ইউপিতে সাধারণ নির্বাচনসহ বিভিন্ন পদে উপনির্বাচন ও আগে স্থগিত হওয়া ৭২টি পদ, উপজেলা পরিষদের একটি চেয়ারম্যান পদে, চারটি পৌরসভায় সাধারণ নির্বাচন ও সাতটির বিভিন্ন পদে উপনির্বাচন এবং খুলনা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি করে ওয়ার্ডে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে।
ভোট কেন্দ্রগুলোতে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সারাদেশে সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ চলছে। তবে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাগরদিঘি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকার একটি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য নির্বাচন সংশ্নিষ্টদের পাঠানো হয়েছে হেলিকপ্টারে।
ইউনিয়ন পরিষদ: প্রতি ইউনিয়নে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসারের দুটি করে ভ্রাম্যমাণ দল। মোতায়েন রয়েছে এক প্লাটুন বিজিবি ও র্যাবের দুটি করে টিম। এ ছাড়া পটুয়াখালী, বরগুনা ও সন্দ্বীপের জন্য এক প্লাটুন কোস্ট গার্ড সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। ৭৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োগ করা হয়েছে।
পৌরসভা: সাধারণ কেন্দ্রে ১৯ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। মোবাইল টিম ৩২টি, স্ট্রাইকিং ফোর্স ৫টি, ১০ প্লাটুন বিজিবি ও র্যাবের ১৭টি টিম মোতায়েন রয়েছে। এ ছাড়া ৩৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৪ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
উপজেলা: সাধারণ কেন্দ্রে ১৫ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ১০টি মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ৩টি, ৩ প্লাটুন বিজিবি ও র্যাবের ৩টি টিম মোতায়েন রয়েছে। এ ছাড়া ১০ জন নির্বাহী ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
সিটি করপোরেশন: সাধারণ কেন্দ্রে ২২ জন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬নং সাধারণ ওয়ার্ডের উপনির্বাচনে ৭টি টিম ও খুলনা সিটি করপোরেশনের ৬নং সাধারণ ওয়ার্ডের উপনির্বাচনে ৫টি টিম স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। সিটি করপোরেশনের প্রতি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।