রাহ্মণবাড়িয়ায় পাম্পের ছাদ ধসে নিহত ৪

0

সোমবার দুপুরে রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি নির্মাণাধীন পেট্রোল পাম্পের ছাদ ধসে চার শ্রমিক নিহত হয়েছে। আহত অবস্থায় উদ্ধার হয়েছে আরও তিনজন। উপজেলার বাহাদুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন সায়েরা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান।
ছাদ ধসে নিহত

নিহতরা হলেন, উপজেলার যাত্রাপুর গ্রামের দুলাল মিয়া (৫০) ও নাজমুল (১৮), সদর উপজেলার সাদেকপুর গ্রামের আবু সাঈদ (৪০) ও সরাইল উপজেলার তেরকান্দা গ্রামের মিজান (৩৫)।
আহত শিপন মিয়া (২৮), রিপন মিয়া (৩০) ও হানিফ মিয়াকে (৩৫) স্থানীয় ডে-নাইট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা ইকবাল বলেন, বেলা ২টার দিকে জেলা সার সমিতির সভাপতি জালাল উদ্দিনের নির্মাণাধীন সায়েরা ফিলিং স্টেশনের ভবন নির্মাণের কাজ করছিল শ্রমিকরা। এ সময় হঠাৎ করে ছাদের বিভিন্ন অংশ ধসে শ্রমিকদের ওপর পড়ে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ডে-নাইট হাসপাতালে পাঠায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে ধ্বংসস্তুপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে বলে জানান তিনি।
উদ্ধার কাজ চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

নিহতদের দাফনের জন্য জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে