লিভারপুল ও রোমা ফুটবল ক্লাবের বহুল প্রত্যাশিত ও উত্তেজনাকর খেলা শুরুর পূর্বমুহুর্তে সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রোমা ক্লাবের সমর্থকদের প্রায় ৮০ জনের একটি গ্রুপ ওলটন ব্রিক রোড এ পৌঁছলে সেখানে অবস্থানরত লিভারপুল সমর্থকদের উপর বেল্ট দিয়ে হামলা করে। হামলাকারীদের মধ্যে একজনের হাতে হাতুড়িও দেখা যায়। খবর বিবিসি
৫৩ বছর বয়সী একজন মাথায় আঘাত পেয়ে মারাত্মক ভাবে আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলার অভিযোগে রোম থেকে আসা ২৫ ও ২৬ বছর বয়সী দুই তরুণকে আটক করা হয়েছে।
সম্প্রতি ফুটবল কেন্দ্রীক হামলার ঘটনা বেড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এ মাসের শুরুর দিকে ম্যানচেস্টার সিটি ফুটবল ও লিভার পুলের মধ্যে কোয়ার্টার ফাইনাল খেলা শুরুর সময় ম্যানচেস্টার সিটি ফুটবল টিমের উপর হামলা হয়।
ইউরোপিয়ান ফুটবল গভার্নিং বডি সম্প্রতি লিভারপুলকে বোতল, ক্যান ও আগুন ছোড়ার জন্য দোষী সাব্যস্ত করে। অন্যদিকে ২০১২ সালে রোমা সমর্থকরা টোটেনহাম সমর্থকদের ওপর হামলা করলে অনেক হতাহত হয়।