চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, শনিবার রাত সোয়া ১০টা থেকে সাড়ে ১২টার মধ্যে ওই নয়জনকে হাসপাতালে আনা হয়। আহতরা হলেন- মো. হামিদ হোসেন (৪০), মো. তাহের (১৯), আবুল কালাম (৩৫), মোছাম্মৎ আদিজা (১১), ফাতেমা (১৫), বশির উল্লাহ (২৪), মঞ্জুর রহমান (২৫), করিম উল্লাহ (৪৬) ও শামসুল আলম (৩৫)।
এদের মধ্যে শামসুল আলম টেকনাফেড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। অন্যরা গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন বলে এএসআই আলাউদ্দিন জানান।
তিনি বলেন, আহতদের মধ্যে আটজন টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে মেডিসিন স্যঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়।
গত ২৪ অগাস্ট রাখাইনে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে হামলার ঘটনার পর থেকে সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল চলছে।
গত ১৭ দিনে মোট ৮৬ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিতে আসেন, যাদের অধিকাংশই গুলিবিদ্ধ বা বিস্ফোররণে দগ্ধ হয়েছেন।
আহত অবস্থায় হাসপাতালে আসার পর একজন গত ২৬ অগাস্ট এবং একজন ৩০ অগাস্ট মারা যান।