কুমিল্লায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করে এই জামিন চাওয়া হয়েছে।
বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর ২-১ দিনের মধ্যে শুনানি হতে পারে বলে জানিয়েছেন এ আইনজীবী।
কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ ২৮ মে এক আদেশে ওই মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানোর আবেদন না-মঞ্জুর করেন। একই সঙ্গে জামিনের দরখাস্ত শুনানির সুযোগ নেই বলে উল্লেখ করেন। এই আদেশের বিরুদ্ধে আপিল করে জামিন চাওয়া হয়েছে। আবেদনটি ওই বেঞ্চে উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আদালত বলেছেন নিয়ম মাফিক আবেদনটি কার্যতালিকায় আসবে।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বাসে পেট্রল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে চৌদ্দগ্রাম থানায় ওই মামলাটি করা হয়। গত বছরের ২ ফেব্রুয়ারি ওই মামলায় বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র দাখিল করা হয়।