বিনা ওয়ারেন্টে গাজীপুরে কাউকে গ্রেফতার না করতে ইসির নির্দেশ

0
বিনা ওয়ারেন্টে গাজীপুরে কাউকে গ্রেফতার না করতে ইসির নির্দেশ

বিনা ওয়ারেন্টে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নগরের কাউকে গ্রেফতার এবং হয়রানি না করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত এক চিঠিতে গাজীপুরের পুলিশ সুপারকে (এসপি) এ নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গাজীপুর সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সচিবালয়ের চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি হয়রানি ও গ্রেফতার বন্ধ করে সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতকরণে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে বিএনপির উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলের লিখিত আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশনা দেয়া হচ্ছে যে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা বা কোনো ভোটারকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা যাবে না।