ফেসবুকে চাকরিজীবী এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তরুণীর। কথোপকথনের একপর্যায়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে ফাঁদে পড়েন ওই ব্যক্তি।
তাকে কৌশলে জিম্মি করে আদায় করা হয় তিন লাখ ৮০ হাজার টাকা। কেড়ে নেওয়া হয় সঙ্গে থাকা মোটরসাইকেল। এ ঘটনায় মামলা হলে চক্রটির সদস্যদের শনাক্ত করতে কাজ শুরু করে পুলিশ। আজ বুধবার ঢাকার কেরানীগঞ্জ থেকে রুবেল নামে চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় মোটরসাইকেল।
এইদিকে যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, ঈদুল ফিতরের দু’দিন আগে যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তিকে ওই বাসায় ডেকে নিয়ে তরুণীর সঙ্গে তার কিছু আপত্তিকর ছবি তোলা হয়। তারপর সেসব ছবি তার স্ত্রীসহ অপর স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে চক্রের সদস্যরা। মান-সম্মানের ভয়ে ভুক্তভোগী তার কাছে থাকা ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আনা টাকা তাদের দিয়ে মুক্তি পান। পরে তিনি এ ঘটনায় মামলা করেন। তদন্তের একপর্যায়ে চক্রের কয়েকজনকে শনাক্ত করা সম্ভব হয়। খুব তরাতাড়ি তাদের গ্রেফতার করা সম্ভব হবে।
তিনি জানান, গ্রেফতার রুবেল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর আগেও তারা লোকজনকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা আদায় করেছে বলে জানা যায়।