মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দুর্নীতির মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার বিচারক মুহাম্মদ সুফিয়ান আবদুল রাজাক দুই লাখ ৪৭ হাজার ডলারের মুচলেকায় নাজিবের জামিন আবেদন মঞ্জুর করেছেন।
এ ছাড়া আদালত তাকে তার কূটনৈতিক পাসপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
জামিন আদেশের পর নিজেকে অভিযোগ থেকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে নাজিব আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
সাত সদস্যের একটি আইনজীবী দল আদালতে নাজিবের পক্ষে ছিল। এতে নেতৃত্ব দেন জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ শাফি আবদুল্লাহ। অন্যদিকে ছিল নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল টমি টমাসের নেতৃত্বে একটি ১২ সদস্যের প্রসিকিউটর দল।
গতকাল মঙ্গলবার বিকালে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা টাস্কফোর্সের কর্মকর্তারা কুয়ালালামপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করেন।
তিনি আজ কুয়ালালামপুরের একটি আদালতে হাজির করে তার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের কারণে ফৌজদারি আইনে তিনটি ও ক্ষমতার অপব্যবহারজনিত কারণে আনা আরেকটি অভিযোগের শুনানি হয়। তবে আদালতে অভিযোগের শুনানিকালে নাজিব নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তার বিরুদ্ধে আনা চারটি অভিযোগের প্রতিটিতে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।