এ যাবৎকালের সেরা অর্জন নিয়ে এলো বাংলাদেশ গণিত দল। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ গণিত দল। রোমানিয়ায় ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) দেশের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আহমাদ জাওয়াদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার এই ফলাফল ঘোষণা করা হয়।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ৪২ এর মধ্যে ৩২ নম্বর পেয়ে দেশের জন্য প্রথম সোনার পদকটি জিতেছেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আহমাদ জাওয়াদ চৌধুরী। দলের তিনজন সদস্য তাহনিক নূর সামিন (২৩), জয়দিপ সাহা (১৯) ও তামজিদ মুর্শেদ রুবাব (১৮) পেয়েছেন ব্রোঞ্জ পদক। অপর দুইজন সদস্য রাহুল সাহা ও সৌমিত্র দাশ সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছেন।
মুনির হাসান দলের এ সাফল্যে উল্লাস প্রকাশ করে বলেন, আমাদের শিক্ষার্থীরা গণিতে যে ক্রমাগত ভালো করছে এ সাফল্য তার প্রমাণ। আজকের এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান দলের কোচ মাহুবব মজুমদারের।
৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড-২০১৮ গত ৭ জুলাই উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হয়। বাংলাদেশ গণিত দলের ছয় প্রতিযোগীর সঙ্গে রোমানয়িায় অবস্থান করছেন দলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার এবং উপদলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।
এ বছরের অলিম্পিয়াডে ১১৬টি দেশের ৬১৫ জন শিক্ষার্থী অংশ নেন। দলগতভাবে ১১৪ নম্বর পেয়ে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪১তম।