কেমন ছিলেন ষোড়শ শতাব্দীর মসজিদের ইমামরা?

0
ষোড়শ শতাব্দীর মসজিদের ইমাম

এই সংবাদটি ছাপা হয় ১৯৮৬ সালে মিসরের দৈনিক আল আহরাম পত্রিকায়। ১৫৬০ সালে উসমানিয় সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুলের রাজকীয় মসজিদ
” সুলতান সোলায়মানিয়া মসজিদ ” এর ইমাম নিয়োগের রাজকিয় সার্কুলার। তখন সুলতান ও খলীফা ছিলেন সুলতান সোলায়মান আল কানুনি।

ভালো করে খেয়াল করুন। রাজকিয় এই সার্কুলারের ইমাম নিয়োগে ঠিক কি কি যোগ্যতা চাওয়া হয়েছে???

১) আরবী, তুর্কি, রোমান ও ফারসী ভাষায় পারদর্শী হতে হবে।
২) কোরআন, বাইবেল ও তাওরাতের উপর বিশেষজ্ঞ হতে হবে।
৩) শরীয়াহ ও ফেকাহর উপর বিশেষজ্ঞ হতে হবে।
৪) পদার্থবিজ্ঞান ও গণীত শাস্ত্রে শিক্ষকতা করার মতো পারদর্শীতা থাকতে হবে।
৫) অশ্বচালনা ( ঘোড়সওয়ারি) , তীরন্দাজি, তলোয়াড় ডুয়েল লড়াই ও যুদ্ধবিদ্যায় পারদর্শীতা থাকতে হবে।
৬) রুচিশীল, স্মার্ট আচরন ও বাচনভঙ্গীর অধিকারী হতে হবে।
৭) সুমিষ্ট, শ্রুতিমধুর কন্ঠের অধিকারী হতে হবে।

এই সার্কুলারটির সাথে আজকের অবস্থার তুলনা করে দেখুন।।। অথচ আপনি যদি আমাদের মাদ্রাসাগুলোর সম্মানিত শিক্ষকদের এসব বলেন…………… তাহলে তাদের সোজাসাপ্টা জবাব পাবেন,

” মাদ্রাসা দ্বীন ও আখেরাত শেখার জায়গা, দুনিয়া শেখার জায়গা না…………. ”

পার্থক্যটা সুস্পষ্ট……… ১৫৬০ আর ২০১৮ এর মধ্যে………. আসমান ও জমিনের ফারাক।

লেখকঃ Md Rifat Chowdhury