নির্বাচনে কোন দলকে সমর্থন দেবে না হেফাজতে ইসলাম

0
নির্বাচনে কোন দলকে সমর্থন দেবে না হেফাজতে ইসলাম

বুধবার হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী এক বিবৃতিতে জানান জাতীয় বা স্থানীয় কোনো নির্বাচনে কাউকে সমর্থন দেবে না বলে তারা।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয় এবং কোনো রাজনৈতিক লক্ষ্য হেফাজতের নেই। কারও সঙ্গে আমাদের রাজনৈতিক স্বার্থভিত্তিক বন্ধুত্ব বা শত্রুতা নেই।

এতে আরও বলা হয় রাজনৈতিক কোনো মোর্চার সঙ্গে হেফাজতের কোনো সম্পর্কও নেই। হেফাজত কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। জাতীয়, স্থানীয় বা সিটি নির্বাচনে হেফাজত কাউকে মনোনয়ন বা সমর্থন দেয়নি, দেবেও না।’

সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘মুসলমানদের ঈমান-আকিদা, সভ্যতা-সংস্কৃতি, ইসলামের বিধান ও প্রতীকগুলোর হেফাজত করার জন্য মুসলমানদের সচেতন করে তোলা এবং ধর্মীয় ইস্যুতে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখা হেফাজত ইসলামের প্রধান লক্ষ্য। বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধগোষ্ঠীর মোকাবেলায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’