আজ শনিবাল সকাল থেকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্থগিত থাকা দুটি কেন্দ্রে ভোট নেওয়া শুরু হয়েছে। কেন্দ্র ২ টি হচ্ছে ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এই দিন সকাল ৮টার দিকে ভোট নেওয়া শুরু হয়, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
তাছাড়াও ভোটের ফল সমান হয়ে যাওয়ায় সংরক্ষিত ৭ নম্বর (১৯,২০ ও ২১) ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে সংরক্ষিত নারী কাউন্সিলর পদেও পুনঃভোট শুরু হয়েছে। এখানে ভোটার সংখ্যা ৩৪ হাজার ১২৩। এখানে প্রার্থী হচ্ছেন চশমা প্রতীকে নার্গিস সুলতানা আর জিপগাড়ি প্রতীকে নাজনীন আক্তার কণা।
সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকধারী বদরউদ্দিন আহমদ কামরানের চেয়ে ধানের শীষ নিয়ে আরিফুল হক চৌধুরী ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে রয়েছেন। আর স্থগিত দুটি কেন্দ্রের ভোট সংখ্যা ৪ হাজার ৭৮৭। ব্যবধানের চেয়ে মাত্র ১৬১টি ভোট বেশি।
৯ আগস্ট বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ভোটার তালিকা হালনাগাদ করতে রিটার্নিং কর্মকর্তার কাছে ৩০১ জনের তালিকা দিয়েছেন। ভোটার তালিকায় থাকা এই ৩০১ জন মৃত ও প্রবাসী বলে তার দাবি। এর মধ্যে বিষয়টি তিনি লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছেন।