ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গুলি ও অস্ত্রের ম্যাগাজিনসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।
ইউএস-বাংলার অভ্যন্তরীণ ফ্লাইটে যশোর যাওয়ার সময় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী।
আটক দু’জন হলেন- ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক তানজিনা মাহিনুর এবং তার স্বামী মোশাহিদ রহমান, যিনি একজন ব্যবসায়ী।
ওসি ফরমান আলী জানান, এই দম্পতি বিমানবন্দরে প্রবেশের সময় স্ক্যানিং মেশিনে পাঁচটি গুলি ও একটি ম্যাগাজিন ধরা পড়ে। তারা কেন এগুলো সঙ্গে নিয়ে যাচ্ছিলেন তা যাচাই–বাছাই করে দেখা হচ্ছে।
নিয়ম অনুযায়ী, বিমানে ভ্রমণের ক্ষেত্রে কেউ সঙ্গে বৈধ অস্ত্র ও গুলি বহন করলেও আগে থেকেই তার ঘোষণা দিতে হয়। ওসি জানান, এ বিষয়ে জিজ্ঞাসাবাদে ওই দম্পতি পুলিশকে জানিয়েছে, গুলি বহনের কথা আগেই ঘোষণা করতে তারা ভুলে গিয়েছিলেন।