দেশে নতুন মাদক ডিএমটি সহ গ্রেপ্তার ৪ তরুণ

0
সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী গ্রেপ্তার

ইনসাইড ডেস্ক

দেশে ছড়িয়ে পড়া নতুন ধরনের মাদক ডিএমটি এবং আলোচিত মাদক এলএসডিসহ রাজধানীর তেজগাঁও থেকে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার রাতে তেজগাঁও ‘ইয়ং স্পোর্টিং ক্লাবের’ সামনে থেকে এসব তরুণদের গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- স্বপ্নীল হোসেন (২২), সিমিন খন্দকার (২৩), সৈয়দ মঈন উদ্দিন আহমেদ শাদাব (২৯) ও মো. আব্রাহাম জোনায়েদ তাহের (২৫)।

তাদের কাছ আলোচিত মাদক এলএসডি এবং ৬০০ মিলিগ্রাম নতুন মাদক ডিএমটি, আমেরিকান ক্যানাবিজ ৬২ গ্রামসহ মাদকের বিভিন্ন জিনিস উদ্ধার করার তথ্য জানায় র‌্যাব।

গ্রেপ্তারের পর তাদের দু’জন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়ার পর থেকে তারা মাদক সেবন শুরু করেন। এরমধ্যে নতুন জব্দ হওয়া ডিএমটি গ্রহণে প্রাণহানির মত ঘটনাও ঘটতে পারে বলে মিডিয়াকে জানান র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল বলেন, এলএসডি নেদারল্যান্ডস থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে পাচার হয়। দাম বেশি হওয়ায় এর ব্যবহারকারী উচ্চবিত্তের মধ্যেই সীমাবদ্ধ। এছাড়াও গত রাতের অভিযানে ডিএমটি নামক একটি নতুন মাদক আমরা দেখতে পাই। এর পুরো নাম ডাই-মিথাইল ট্রাইপেটামিন। এটি সেবনের পর দ্রুত হ্যালুসিনেশন হয় এবং সেবনকারীরা কল্পনার জগতে প্রবেশ করে। তবে এটি শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এতে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন থাইল্যান্ডে এবং অপরজন যুক্তরাজ্যে ডিএমটি ও এলএসডি মাদক গ্রহণ করতেন বলে জানতে পেরেছে র‌্যাব।

নতুন মাদকের মূল্যের বিষয়ে র‌্যাব-২ অধিনায়ক সাইফুল জানান, ডিমএমটি ৬০০ মিলিগ্রাম ২০ হাজার টাকা দিয়ে কেনার কথা তাঁদের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন গ্রেপ্তারকৃত ব্যক্তিরা।