মিশরের হয়ে অলিম্পিক ফুটবলে খেলা হচ্ছেনা মোহাম্মদ সালাহর। গত শুক্রবার ঘোষিত দলে জায়গা হয়নি তার।
গত মাসে মোহাম্মদ সালাহ এর বর্তমান ক্লাব লিভারপুল তাকে জাতীয় দলের হয়ে টোকিও অলিম্পিকে খেলার ছুটি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। মিশর ফুটবল এসোসিয়েশন ও লিভারপুল এ বিষয়ে একমত না হওয়ায় মিশরের অলিম্পিক দল ঘোষণা পিছিয়ে যায়।
শেষ পর্যন্ত লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে অলিম্পিক গেমসের দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছে মিশরীয় ফুটবল ফেডারেশন (ইএফএ)। মিশর অনুর্ধ্ব-২৩ দলের কোচ শাওকি গারিব গত শুক্রবার সালাহকে ছাড়াই ২২ জনের দল ঘোষণা করেন।
এছাড়াও তুর্কি ক্লাব গ্যালাতাসারাই তাদের ২১ বছর বয়সী মিশরীয় ফুটবলার মোস্তফা মোহাম্মদকেও অলিম্পিকে খেলার ছুটি দেয়নি।
সংবাদমাধ্যম সূত্রে আগে থেকেই জানা গিয়েছিল যে ২১ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের জন্য অলরেডরা সালাহকে ছুটি দেবেনা। তারপরও ইএফএ চেষ্টা করে অবশেষে ব্যর্থ হলো।
ফারাওরা অলিম্পিকে অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা ও স্পেনের সঙ্গে গ্রুপ সি-তে খেলবে।