দেশে ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টই বেশি: গবেষণার রিপোর্ট

0
করোনা Corona

বর্তমানে দেশে করোনায় আক্রান্ত বেশির ভাগ মানুষের শরীরে ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব রয়েছে। জুনে শনাক্ত হওয়া ৭৮ শতাংশ নমুনায় ডেল্টা ভ্যারিয়েন্টের সুস্পষ্ট প্রাধান্য দেখা গিয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রতিবেদনটিতে বলা হয়, গত এপ্রিলে প্রথম ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর থেকে দেশে ভারতের ডেল্টা ভ্যারিয়েন্টের মারাত্মক আকারে হার বৃদ্ধি পাচ্ছে। দেশে এই ভ্যারিয়েন্টের করোনা মে মাসে ৪৫ শতাংশ ও জুন মাসে ৭৮ শতাংশ শনাক্ত হয়। বর্তমান দেশে করোনা সংক্রমণে ডেল্টা ভ্যারিয়েন্টের সুস্পষ্ট প্রাধান্য।

প্রসঙ্গত, দেশে পূর্বের তুলনায় ভয়ংকর রূপ নিয়েছে করোনা। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। কঠোর লকডাউনের মধ্যেও একদিনে মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। রবিবার (৪ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৫৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। গত একদিনে শনাক্ত হয়েছেন প্রায় ৮ হাজার ৬৬১ জন।