বানের পানিতে খেলতে গিয়ে ডোবায় পড়ে মারা এক শিশুর মৃত্যু হয়েছে। ফারিয়া বেগম (৫) নামের শিশুটি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের হাজারীগাঁও গ্রামের আফিজ আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বাড়ির সবার অজান্তে বানের পানিতে খেলতে গিয়েছিল শিশু ফারিয়া বেগম। পরে একসময় ফারিয়াকে বাড়িতে দেখতে না পেয়ে বাড়ির লোকজন তাকে চারপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির পেছনের ডোবা থেকে ফারিয়ার ভাই শাহার ইসলাম তার নিথর দেহ উদ্ধার করেন।
দোয়ারাবাজার থানার এসআই মিজানুর রহমান বলেন, শিশু ফারিয়া নিজ বাড়ির পেছনের ডোবায় পড়ে মারা যায়। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় শিশুটির লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।














