রাজশাহীতে ঈদের আগেই লকডাউন তুলে নিয়ে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ী ও কর্মচারীরা।
রাজশাহী শহরের আরডিএ মার্কেটের সামনে বৃহস্পতিবার এই কর্মসূচিটি পালন করা হয়।
এ সময় উপস্থিত মানুষরা ‘ভাত দে ভাত দে, নইলে লকডাউন তুলে নে’ বলে শ্লোগান দেন।
রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ সভপাতি হারুন অর রশিদ বলেন, রাজশাহীতে প্রায় এক মাস যাবৎ লকডাউন চললেও তারা কোনো প্রণোদানা পাননি। হাজার হাজার শ্রমিক নিয়ে বড় বড় কলকারখানা চলতে পারলে আমরা কেন ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে পারব না? স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে ঈদ উপলক্ষে দোকানপাট খোলার আহ্বান জানাচ্ছি আমরা।
রাজশাহী বস্ত্র মালিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, আরডিএ মার্কেট কোকারিজ মালিক সমিতির সভাপতি তাপস মিয়াসহ এলাকার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মী ও কর্মচারীরা এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
ঈদের পর থেকে রাজশাহীতে কোভিড সংক্রমণ বাড়তি থাকায় গত ১১ জুন থেকে সিটি করপোরেশন এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছিল প্রশাসন। সপ্তাহখানেক পর মেয়াদ বাড়ানো হয়, যা এখনও কার্যকর।