শিক্ষা ডেস্ক:
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার নিবন্ধন শুরু হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা টিকার বাইরে ছিলেন এতদিন। এ অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য মশিউর রহমানের প্রচেষ্টায় টিকা সায় দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য শিক্ষার্থীদের তথ্য চাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।
এর পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য পাঠাতে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
তথ্য সংগ্রহের জন্য http://103.113.200.29/student_covidinfo/ লিংকে থাকা ফরম পূরণ করে আগামী ১২ জুলাইয়ের মধ্যে সাবমিট করতে বলা হয়েছে।
নির্দেশনাটিতে বলা হয়, এ বিষয়টি জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি হিসেবে বিবেচিত হওয়ায় অধিভুক্ত কলেজের সম্মানিত অধ্যক্ষকে স্ব স্ব কলেজের শিক্ষার্থীদের তথ্য ছক পূরণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
এছাড়াও গত ১৭ মে’র অফিস আদেশ মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/গবেষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য www.nubd.info/college এ login করে College Profile এ অনলাইনে প্রেরণে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
এ পর্যন্ত যেসব কলেজ যথাযথ তথ্য College Profile এ সাবমিট করেনি তাদেরও অনতিবিলম্বে তথ্য দিতে বলা হয়েছে।