বাড়ির আঙিনায় ফুল গাছের সঙ্গে গাঁজার চাষ; যুবক গেফতার

0

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৪টি গাঁজার গাছসহ আজিজুল ইসলাম শান্ত (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ির অঙিনায় ফুলগাছের সঙ্গে গাঁজার গাছ লাগিয়েছিলেন তিনি।

গতকাল শুক্রবার (৯জুলাই) রাত ৯টার দিকে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার শান্ত উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের সবেদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর শনিবার (১০ জুলাই) সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলার সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামে বসতবাড়ির আঙিনায় বেশ কিছু ফুলগাছের সঙ্গে গাঁজার গাছ লাগিয়ে চাষ করে আসছিলেন যুবক শান্ত। এ সংবাদ এর প্রেক্ষিতে শুক্রবার রাত ৯টার দিকে তার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়ির আঙিনায় ছোট-বড় মিলে ৪টি গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়।