গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল এই ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে ২২৯টি নমুনা পরীক্ষায় ১৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এই দিনের শনাক্তের হার ৬৩ দশমিক ৩২ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় যা ছিল ৪২ দশমিক ৭৭ শতাংশ এবং তার আগের দিন ছিল ৬৯ দশমিক ১৬ শতাংশ বলেন তিনি।
জুন মাসে গোপালগঞ্জে শনাক্তের হার ছিল ৩৩%। জুলাই মাসের শুরুতেই সংক্রমণের হার উদ্বেগ জনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানান গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার এস.এম সাকিবুর রহমান
গোপালগঞ্জ জেলায় এপর্যন্ত প্রায় ২৮ হাজার ৪৩৩ নমুনা পরীক্ষায় ৬ হাজার ৭৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
জেলায় মোট সুস্থ হয়েছেন ৪৬০৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৬৫ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৩৯ জন।
এছাড়া এসময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ জেলায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে বলে সিভিল সার্জন জানান। এ নিয়ে গোপালগঞ্জে করোনাভাইরাসে ৬৭ জনের মৃত্যু হল।