যুক্তরাষ্ট্রে শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলে পড়তে হবে না মাস্ক

0

মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড সুরক্ষায় টিকা গ্রহণ করা শিক্ষক ও শিক্ষার্থীদের এখন থেকে স্কুলে মাস্ক পরার প্রয়োজন নেই। এক বিবৃতিতে নির্দেশনাটি দিয়েছে দেশটির রোগনিয়ন্ত্রণ–বিষয়ক সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। এ নির্দেশিকায় ভ্যাকসিনে গ্রহণের পর কী কী নিয়ম মেনে চলতে হবে সেটি তালিকা করে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রে বর্তমানে ১২ বছর এবং তার বেশি বয়সী শিশু–কিশোরদের কোভিড ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে চলছে প্রচারও। প্রচারের অংশ হিসেবে নতুন এ নির্দেশিকাটি প্রকাশ করে সিডিসি জানায়, যেসকল শিক্ষার্থী ও শিক্ষকের করোনা ভ্যাকসিন নিয়ে নিয়েছে, তাঁদের এখন থেকে স্কুল প্রাঙ্গণে মাস্ক পরার প্রয়োজন পড়বে না। তবে সামাজিক দূরত্ব অবশ্যই মেনে চলতে হবে।

সিডিসির টাস্কফোর্সের প্রধান ইরিন সোবার স্ক্যাজ কোভিডে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দারুণভাবে কমার কথা জানিয়ে বলেছেন, ‘আমাদের দেশে মহামারি পরিস্থিতি এক নতুন প্রান্তে এসে পৌঁছেছে।সে কারণে এ–সংক্রান্ত নির্দেশিকা পরিবর্তন করা হয়েছে।’ তবে কোন উপায়ে ভ্যাকসিন গ্রহণ করা এবং না–করা শিশুদের আলাদাভাবে চিহ্নিত করে পৃথকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি এ নির্দেশিকায়।

প্রসঙ্গত, গত এপ্রিলের সিডিসির করোনা নির্দেশিকায় জানা হয়েছিল, যত দিন পর্যন্ত না দেশের ৭০ থেকে ৮৫ শতাংশ মানুষের শরীরে টিকা দেওয়া না হচ্ছে, যতদিন পর্যন্ত ‘হার্ড ইমিউনিটি’ অর্জন না হচ্ছে, তত দিন পর্যন্ত মাস্ক পড়ে সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর আরেকটি নির্দেশিকায় বলা হয়েছিল, যারা দুইটি ডোজের ভ্যাকসিন নিয়েছে, তাঁদের রাস্তায় আর মাস্ক পরার প্রয়োজন পড়বে না।