ভৈরবে দুটি গরুর হাট বন্ধ করলেন ইউএনও

0

কিশোরগঞ্জের ভৈরবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বসানো দুটি গরুর হাট বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা।
গতকাল বিকালে উপজেলার আগানগর ইউনিয়নের চরপাড়া ও টুকচানপুর মেঘনা বাজারে পশুরহাট বসানোর চেষ্টা করলে তা বন্ধ করে দেয়া হয়।

হাটে গরু বিক্রি করতে আসা রহমতুল্লাহ নামের এক ব্যবসায়ী বলেন, “কমিটির লোকজন মাইকিং করে হাট বসার খবর জানিয়েছে। তাই আমরা বিক্রির জন্য হাটে গরু নিয়ে আসছি। এখন বাজার বন্ধ করে দেয়ায় এখন বাড়ি ফিরে যাচ্ছি।”

এ প্রসঙ্গে ইউএনও লুবনা ফারজানা বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আগানগর ইউনিয়নে দুটি গরুর হাট বসেছে এমন খবরে সেখানে অভিযান চালিয়ে দুটি হাট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তীতে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে হাট বসবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি।