১৩ বছর ধরে নৌকায় বাস করা সেই গোলাপী পেলেন উপহারের ঘর

0
শরীয়তপুর Shariatpur

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের বাসিন্দা বৃদ্ধা গোলাপী(৯০) ও তার ছেলে(৫৫)। জীবনের পরিক্রমায় একসময় নৌকাই হয়ে ওঠে তাদের একমাত্র বাসস্থান।

১৩ বছর ধরে শরীয়তপুরের ডামুড্যায় জয়ন্তী নদীতে নৌকায় বসবাস করা বৃদ্ধা গোলাপী ও তার ছেলে নুরু মিয়া এবার জল ছেড়ে ডাঙায় উঠেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরে ঠাঁই পেয়েছেন তারা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান।

জেলা প্রশাসক পারভেজ হাসান এসময় বলেন, মুজিববর্ষে গৃহহীন-ভূমিহীনদের ঘর ও জমি প্রদানের কার্যক্রম হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘর গোলাপী ও তার ছেলে নুরু মিয়াকে দেয়া হয়েছে।

ডিসি বলেন, গত ২০ জুন গোলাপীকে ঘরের মালিকানার কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়। আজ তাকে ঘর, ঘরের ফার্নিচার, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দেয়া হয়েছে। আমরা আশা করি গোলাপী ও তার ছেলে নুরু মিয়া এখন সামনের দিনগুলো সুখে-শান্তিতে কাটাতে পারবেন। তাদের সুখের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে পেরেছি, এটাই আমাদের কাছে আনন্দের।

ঘর পেয়ে আনন্দে আত্মহারা গোলাপী বলেন, ‘আগে ছেলের সঙ্গে নৌকায় থাকতাম। সাংবাদিকরা আমার কষ্ট দেখে নিউজ করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘর দিল। সন্তানকে সঙ্গে নিয়ে ঘরটিতে থাকব। আমি খুবই খুশি।’