গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পালংখালী বাজার সংলগ্ন এক ফিলিং স্টেশনের সামনে থেকে অভিযান চালিয়ে ৫০হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের (১৫) ব্যাটালিয়ান অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।
আটক যুবকের নাম মামুনুর রশিদ (২২)। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকার আব্দুর জব্বারের ছেলে।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক জানান, মঙ্গলবার দুপুরে গোপন সূত্রে টেকনাফ থেকে ইয়াবার চালান আসার খবর পেলে তারা উখিয়ার পালংখালী বাজার সংলগ্ন ইউসুফ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের সামনে একটি অস্থায়ী তল্লাশি চৌকি বসায়।
সেখানে টেকনাফ থেকে আসা সন্দেহজনক এক অটোরিকশাকে থামার জন্য র্যাব সদস্যরা নির্দেশ দিলে সে সময় অটোরিকশার আরোহীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তবে দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও একজনকে আটক করে র্যাবের সদস্যরা।
আজিম আহমেদ বলেন, “অটোরিক্সাটি তল্লাশি করে চালকের সিটের নিচে পাওয়া যায় ৫০ হাজার পিস ইয়াবা।”
এছাড়া আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।