কক্সবাজারে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে নিহত ১

0
বন্দুকযুদ্ধ

বৃহস্পতিবার (১৫ জুলাই) কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে ‘গোলাগুলি’তে লুৎফুর রহমান লুতিয়া (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বিজিবি’র দাবি, নিহত ওই যুবক একাধারে ডাকাত দলের সদস্য ও মাদক ব্যবসায়ী।

গতকাল রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উখিয়া সীমান্তে মাদক পাচারকালে ওই ডাকাত দল বিজিবির অবস্থান বুঝতে পারে। এ সময় তারা পালানোর জন্য গুলি চালানো শুরু করে। ফলে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরবর্তীতে গোলাগুলি শেষে ঘটনাস্থল থেকে ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এই দলের বাকি সদস্যরা পালিয়ে গেছে। তবে ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট, অস্ত্র ও গুলি উদ্ধার করে বিজিবি।

আলী হায়দার আজাদ আহমেদ আরও জানান, নিহত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও ১২টির অধিক মামলা করা হয়েছে।