করোনা সংকটকালীন সময়ে বাংলাদেশের জন্য সুখবর হলো যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে অক্সিজেন আমদানি বেড়েছে। টানা ২মাস বন্ধ থাকার পর গত ২১ জুন থেকে এই পর্যন্ত ২৪ দিনে এ বন্দর দিয়ে এক হাজার ৯৮০ মেট্রিক টন অক্সিজেন আমদানি করা হয়েছে বলে জানা গেছে। দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এবং হাসপাতালে রোগী বাড়ায অক্সিজেনের চাহিদা বেড়েছে।
প্রসঙ্গত ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং হাসপাতালে অক্সিজেনের আকাশ চুম্বী চাহিদা থাকায় গত ২১ এপ্রিল থেকে বাংলাদেশে অক্সিজেন রফতানি বন্ধ রেখেছিল ভারত। তবে দেশটিতে সম্প্রতি সংক্রমণ কমে আসায় গত ২১ জুন থেকে ফের বাংলাদেশে অক্সিজেন রফতানি শুরু করে।
ঠিক একই সময়ে বাংলাদেশে সংক্রমণের হার অত্যন্ত বেড়ে যাওয়ায় সংকটাপন্ন করোনা রোগীদের বাঁচাতে অক্সিজেন চাহিদাও বেড়ে গিয়েছে। তাই এখন ভারত থেকে অক্সিজেন আমদানিও বেড়েছে।
বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, গত ২১ এপ্রিল ভারত সরকার ভারতে সংক্রমণ বাড়ায় বাংলাদেশে অক্সিজেন রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে। পরবর্তীতে দেশটিতে করোনা সংক্রমণ কমে আসায় ২১ জুন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় তারা। ফলে ওইদিন থেকে বাংলাদেশে অক্সিজেন আমদানি শুরু হয়।’
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, “দেশের চিকিৎসাখাতে অক্সিজেনের চাহিদা মেটাতে প্রতিবেশী দেশ ভারত থেকে অক্সিজেনের বড় একটি অংশ আমদানি করা হয়। সাধারণত প্রতি বছরে প্রায় ৩০ হাজার মেট্রিক টন অক্সিজেন আমদানি করা হয়ে থাকে। কিন্তু করোনাকালীন সময়ে আক্রান্তদের জীবন বাঁচাতে সম্প্রতি অক্সিজেনের চাহিদা আরও বেড়েছে।”