শনিবার (১৭ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়ায় বিকাশ ডিস্ট্রিবিউশন কার্যালয়ের ভল্ট ভেঙে সাড়ে ৪৬ লাখ টাকা লুটের ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময়ে ১৭ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার কাজী ভবনে শনিবার সকালে র্যাব-১৫ এ গ্রেফতার অভিযান চালায়।
জানা যায়, গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন ফারুক (৬৬) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের নতুন ঘোনা পাড়ার মৃত জনু মিয়ার ছেলে।
র্যাব সূত্র মতে, এর আগে গত ১০ জুলাই ১৮ লাখ টাকাসহ ২জনকে এবং ১১ জুলাই ১ জনকে গ্রেপ্তার করে র্যাব।
প্রসঙ্গত গত ৭ জুলাই রাতে পেকুয়া উপজেলার কবির আহমদ চৌধুরী বাজারে ইসলামী ব্যাংক ভবনের তৃতীয় তলায় অবস্থিত বিকাশ ডিস্ট্রিবিউটরের ভল্ট ভেঙে দুর্বৃত্তরা সাড়ে ৪৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ওইদিন রাতে নিরাপত্তাকর্মীরা রেস্তোরাঁয় খেতে যাওয়ার সুযোগে মাথায় হেলমেট পরে দুর্বৃত্তরা বিকাশ ডিস্ট্রিবিউশনের কার্যালয়ে প্রবেশ করে। এরপর তারা কার্যালয়টির বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে তারা ভল্ট ভেঙে টাকা লুট করে নিয়ে যায়।
কক্সবাজার র্যাব-১৫ ব্যাটেলিয়ন উইং কমান্ডার আজিম বলেন, শনিবার সকালে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার কাজী ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় বিকাশ ডিস্ট্রিবিউটরের টাকা লুটের ঘটনায় জড়িত পলাতক এক আসামি অবস্থান করছেন বলে আমরা খবর পাই। এরপর সাথে সাথেই র্যাবের একটি দল সেখানে উপস্থিত হয়ে অভিযান চালায়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করার সময় ধাওয়া দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির দেওয়া তথ্যানুযায়ী খাটের নিচে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ১৭ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।














