শর্শায় পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

0
যশোর Jashore

আজ রবিবার (১৮ জুলাই)যশোরের শার্শা উপজেলার বসতপুর ও বেনাপোল সীমান্তে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই ফিরোজ হোসেনের সাথে কথা বললে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা শার্শা থানার বসতপুর ২নং কলোনি এলাকা থেকে একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে সেখান থেকে দুই বোতল ভারতীয় মদসহ ৪ জনকে আটক করেন।

আটক চারজন হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার বেনিয়ালী গ্রামের আমিনুল মোড়লের ছেলে আল আমিন মোড়ল (৩৭), মোবারকপুর বহিলাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩৪), বেনিয়ালী স্কুলপাড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে সুজন (২৫) ও জাফরনগর (ইউসুফপুর সরদারপাড়া) গ্রামের আলতাফ হোসেনের ছেলে রানা আহমেদ (২৪)।

এদিকে বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, মাদকবিরোধী অভিযানে বেনাপোল ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে ৬ কেজি গাঁজাসহ তবিবরকে আটক করা হয়। এছাড়া পৃথক আরেকটি অভিযানে বেনাপোল বলফিল্ড এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৩০ লিটার মদ জব্দ করা হয়।

পুলিশ সূত্র মতে, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।