গাজীপুরে ওষুধের দোকান থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা সংলগ্ন জাবিন মেডিকেল হল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
ওই ব্যবসায়ীর নাম কামরুল ইসলাম (৩৮)। তিনি নরসিংদীর মাধবদী থানার রহিমদি গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে।
এ ঘটনায় বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু খান বলেন, দোকানমালিক কামরুল ইসলাম রাতে ভেতরেই ঘুমাতেন। শনিবার বেচাকেনা শেষে প্রতিদিনের মতো রাতে দোকানের ভেতরে ঘুমিয়ে পড়েন।
পরদিন বেলা ১১টার দিকে আশপাশের দোকানিরা তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে দোকানের সাটার ভেঙে ভেতর থেকে ওই ব্যবসায়ীকে মৃত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরে পাঠানো হয়।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। এছাড়া শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তার।