কিশোরগঞ্জের পানিয়ালপুকুর কাচুপাড়া গ্রামে পারিবারিক কলহে তহমিনা বেগম নামে এক গৃহবধূর শরীর গরম পানি দিয়ে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রবিবার সকালে ওই গৃহবধূর স্বামী অহেদুল ইসলাম বাদি হয়ে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ওই গৃহবধূ গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পরে জানা যায়, গোসলের পানি গড়িয়ে প্রতিবেশি লাল বাবুর রান্নাঘরের পাশে যায়। এতে দুই পরিবারের মধ্যে শুক্রবার সকালে কলহের সৃষ্টি হয়। এসময় ওই গৃহবধূর গোসলখানা ঘেরা পলিথিন ও কাপড় ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। এতে বাধা দেয়ায় প্রতিপক্ষের লোকজন অহিদুল ও তার স্ত্রী তহমিনাকে মারধর করে।
ক্ষিপ্ত হয়ে লাল বাবু তার রান্নাঘর থেকে গরম পানি এনে তহমিনার শরীরে ফেলে তাকে ঝলসে দেয়। পরে স্থানীয় লোকজন গৃহবধূ ও তার স্বামীকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম শরীফ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।