ভ্যাকসিন না নিয়ে সমালোচনার মুখে মার্কিন সাঁতারু

0
ভ্যাকসিন না নিয়ে সমালোচনার মুখে মার্কিন সাঁতারু

আগামীকাল পর্দা উঠছে গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমসের। আসর বসছে জাপানের টোকিওতে। অ্যাথলেটদের শেষ সময়ের প্রস্তুতি চলছে হরদম। করোনার আগ্রাসন থাকায় ভ্যাকসিনের সুরক্ষা বলয়ে নিজেরা সুরক্ষিত হচ্ছেন, কমাচ্ছেন ঝুঁকি।

অলিম্পিকের অন্যতম চমকপ্রদ ইভেন্ট সাঁতার। জলকেলিতে আমেরিকানদের জয়জয়কার। মাইকেল ফেলপসের উত্তরসুরির একজন মাইকেল অ্যান্ড্রু। জলে নামার আগে যিনি আলোচনায় ভ্যাকসিন না নিয়ে। ২২ বছর বয়সী সাঁতারু সদম্ভে বলে বেড়ালেন ভ্যাকসিন না নেওয়ার বিষয়ে।

আত্মপক্ষ সমর্থন করে অ্যান্ড্রু বলেন, ভ্যাকসিন নিলে ক্ষণস্থায়ী হলেও পার্শ্বপ্রতিক্রিয়া হয়। কেমন হতে পারে তা জানা নেই। পেশাদার খেলোয়াড় হিসেবে ইভেন্ট শুরুর অল্প সময় আগে কোনো ধরণের মেডিসিন নেওয়ার পক্ষে আমি নই। কারণ, একজন সর্বোচ্চ পর্যায়ের অ্যাথলেটের জন্য প্রতিটি মূহুর্ত গুরুত্বপূর্ণ।

অ্যান্ড্রুর সোজাসাপ্টা কথায় কয়েকজন প্রশংসা করলেও সমালোচনা করছেন অনেকে। ভ্যাকসিন না নিয়ে কেবল নিজে ঝুঁকিতে থাকছেন তা নয়, গেমস ভিলেজের অন্যান্য অ্যাথলেটদেরও ঝুঁকি বাড়াচ্ছেন।