চট্টগ্রামে শনাক্ত ৪২৮, মৃত্যু ২

0
করোনা Corona

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দুজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৪২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ২৬ শতাংশ।

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সিভিল সার্জনের পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে চট্টগ্রামে এখন পর্যন্ত ৭৩ হাজার ৮১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৮৬২ জন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৩০২ জন। তালিকায় আছে বিভিন্ন উপজেলার ১২৬ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের একজন শহরের এবং অন্যজন উপজেলার বাসিন্দা।