মুন্সিগঞ্জে প্রাইভেট কার খাদে পড়ে নিহত ৩

0
মুন্সিগঞ্জে প্রাইভেট কার খাদে পড়ে নিহত ৩

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় একটি প্রাইভেট কার খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার আলীপুরা এলাকা থেকে মরদেহ ৩টি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ জানিয়েছে, ভোরের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটতে পারে। গাড়ির চালকের নামে মো. নয়ন (৩৫)। পেছনে থাকা দুই নারী যাত্রীর নাম জানা যায়নি। তাদের একজনের বাড়ি ঢাকার আফতাবনগরে এবং অন্যজনের বাড়ি ডেমরায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. কামাল উদ্দিন বলেন, “খুব ভোরের কোনো এক সময় প্রাইভেট কারটি দুর্ঘটনার শিকার হয়।”

পরে সকাল সাড়ে আটটার দিকে পুলিশ খবর পায়। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। গাড়িটির বেশির ভাগ অংশ পানিতে ডুবে ছিল। গাড়ির ভেতর থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়। লাশ তিনটি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।