রাজধানীর উত্তরার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন কোভিড রোগীর ছুরিকাঘাতে দুই নার্স ও এক ওয়ার্ড বয় আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। আহতরা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ছুরিকাঘাতের শিকার হওয়া দুই নার্স হলেন মিতু রেখা (২৪) ও ইমোনা আফরোজ ওরফে কাকলি (৪৫)। আহত ওয়ার্ডবয়ের নাম মো. সাগর (২৫)। এদের মধ্যে রেখার অবস্থা সংকটাপন্ন।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন গাজী জানান, ‘গতকাল রাত দেড়টার দিকে উত্তরার শিন-শিন জাপান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা করোনা রোগী মো. সবুজ (২৪) ছুরি নিয়ে কর্তব্যরত নার্স মিতু রেখা ও ইমোনা আফরোজাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। ঘটনা দেখে কর্তব্যরত ওয়ার্ড বয় সাগর তাদের বাঁচাতে গেলে সেও ছুরিকাঘাতের শিকার হয়। বর্তমানে আহত তিনজনই শিন-শিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ নিয়ে রোগী সবুজের বিরুদ্ধে মামলা করার কাজ শুরু হয়েছে। হামলার কারণ এখনো জানা যায়নি।’
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মামলা দায়ের করা হলে সুস্থ হওয়ার পর সাগরকে গ্রেপ্তার দেখানো হবে।’