মানিকগঞ্জে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার

0
মানিকগঞ্জে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের সাটুরিয়ায় পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, উপজেলার ধানকোড়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের একটি ডোবায় ভাসমান অবস্থায় এক যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। গেঞ্জি পরিহিত অজ্ঞাতনামা ওই যুবকের বয়স আনুমানিক ৩৮ বছর।

এর আগে একই উপজেলার তিল্লী ইউনিয়নের ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা আরও এক যুবকের (৩৬) লাশ উদ্ধার করা হয়। নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। লাশের পচন দেখে পুলিশ ধারণা করছে তিন-চারদিন আগে তার মৃত্যু হয়েছে।

অজ্ঞাতনামা দুটি মৃতদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।