গত দুই দিনের ব্যবধানে খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের হার আবারও বেড়েছে। শনিবার সকাল থেকে আজ রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এ বিভাগে মোট ৪৫ জনের মৃত্যু হয়েছে এবং করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জনের।
রবিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য পরিচালকের দফতরের বিজ্ঞপ্তি হতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। এছাড়া অন্যান্য জেলাগুলোর মধ্যে খুলনায় ১১ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ১ জন, যশোরে ৬ জন, নড়াইলে ১ জন, মাগুরায় ৩ জন, ঝিনাইদহে ২ জন, চুয়াডাঙ্গায় ১ জন ও মেহেরপুরে ১ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, খুলনা বিভাগে গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে আজ রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৬২ জন। তাদের মধ্যে মারা গেছেন ২ হাজার ১৭১ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ৩২৮ জন।