ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে আটক ৭

0
ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে আটক ৭

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে সিলেটে ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। এ সময় সিলেটের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের ধরা হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার সামেন মজুমদার জানান, ২২ জুলাই রাতে মুরাদপুর আর্মি ক্যাম্পে আগুন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের পরিচিয় – নগরীর মেন্দিবাগ এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে আশফাকুর রহমান (৩২), শাহপরাণ (রহ.) থানাধীন পীরের চক এলাকার মৃত উস্তার আলীর ছেলে আলা উদ্দিন আলাল (৪৭), গোলাপগঞ্জের মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০), গোলাপগঞ্জের আওই বানীগ্রামের মোবারক আলীর ছেলে সোহেল আহমদ, গোলাপগঞ্জের বাঘীরঘাট গ্রামের মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম (৩৫), কুচাই পশ্চিমবাগ গ্রামের ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮) এবং শহরতলীর এয়ারপোর্ট থানাধীন আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না (২৮)।

গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্যের ওপর গুজব ছড়ানোয় সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। যা ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫, ২৬, ২৯, ৩১, ৩৩, ৩৫ ধারানুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।
তিনি বলেন, এ ঘটনায় ওই ৭ জনের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন শাহপরাণ (রহ.) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।