রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোসাদ্দেকুল ইসলাম সজীব। তিনি তার ফেসবুকে মোটরসাইকেল চালকদের নিয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন।
নিজের ফেসবুক টাইমলাইনে তার লেখা পোস্টটি হুবহু তুলে ধরা হলো:
“প্রিয় পীরগঞ্জবাসী আসসালামুয়ালাইকুম। আমি পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার। এবারে ঈদুল আজহার দিনে আমি পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমারজেন্সি নাইট ডিউটি করি। এতে কষ্ট নাই। কিন্তু যখন মানুষ বাইক এক্সিডেন্ট করে হাত, পা কেটে/ভেঙ্গে নিয়ে আসে (বেশির ভাগই অল্পবয়সী) তখন খুবই কষ্ট পাই।
এবারের ঈদে এ রকম ৭/৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১০/১২ জন আহত হয়েছেন। যেগুলো আমাদের জীবনে ভয়াবহ ও দুর্বিষহ জীবনের দিকে নিয়ে যায়। ঈদের আনন্দে উঠতি বয়সী, তরুণ ও যুবকরা একই মোটরসাইকেলে ৩/৪ জন উঠে দুর্বারগতিতে চালাতে গিয়ে দুর্ঘটনায় পতিত হচ্ছেন। আর দুর্ঘটনার শিকার হয়ে অনেককেই আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে।
সুতরাং এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পরিবারের লোকজনকে সচেতন হতে হবে, যেন আপনার সন্তান সাবধানে মোটরসাইকেল চালায়। কিংবা মোটরসাইকেল চালাতে দিবেন না।”
ঈদের দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নাইট ডিউটিতে থাকা ডা. মোসাদ্দেকুল ইসলাম সজীব জানান, “ঈদ বছরে দুইটা, কিন্তু মানুষের জীবন একটা। নিজেদের ছোট ছোট বাচ্চাদের হাতে বাইক দেবার আগে ভাবুন। বাইকটা তার জন্য কতটা ক্ষতিকর!”
তিনি মানুষদের সচেতন হতে আরও বলেন, ‘সাবধানে চালাবেন গাড়ি, নিরাপদে ফিরবেন বাড়ি।’