সারাদেশে ছড়িয়ে পড়া করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়েও করোনার টিকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এ উপলক্ষে খুব শীঘ্রই ইউনিয়ন পরিষদে টিকাকেন্দ্র স্থাপন করার কাজ শুরু করা হবে।।
দেশে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে আলোচনা ও কোভিড ভ্যাকসিন কার্যক্রম বড় পর্যায়ে নিয়ে আসা নিয়ে নিয়ে মঙ্গলবার সরকারের উচ্চপর্যায়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে এ বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদসহ বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী এক আলাপকালে সাংবাদিকদের এসব সিদ্ধান্ত জানান।