মায়ের কোল খালি করে একই সাথে বিদায় নিলেন তিন নবজাতক

0

মঙ্গলবার সকালে রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখের রাবেতা হাসপাতালে এক মায়ের কোল আলো করে জন্ম নেয় তিন নবজাতক।
কিন্তু সকাল আটটায় জন্ম নেয়ার পর বিকেল চারটার মধ্যেই প্রাণ হারিয়েছে কম ওজন নিয়ে জন্ম নেওয়া সেই তিন শিশু।

শিশু তিনটির মা পারুল বেগম ও বাবা আবু সাইদ উপজেলার বগাচত্বর ইউনিয়নের গাউসপুর এলাকার অধিবাসী।

ওই হাসপাতালের চিকিৎসক ডা. আবু তালহা জানান, তিন নবজাতক ও তাদের মা সুস্থই ছিলেন। কিন্তু স্বাভাবিক শিশুদের চেয়ে অনেক কম ওজন নিয়ে জন্ম নেয়া শিশু তিনটির হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাদেরকে দ্রুত খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়।

কিন্তু হাসপাতালে নেয়ার পথে এবং নেয়ার পর তারা মারা যায় বলে নিশ্চিত করেন ডা. তালহা।

তিনি আরো বলেন, ‘সোমবার সন্ধ্যায় প্রসব বেদনা নিয়ে প্রসূতি পারুল বেগমকে হাসপাতালে নিয়ে আসলে আমরা তার আল্ট্রাসনোগ্রাফি করে তখনই বুঝতে পারি প্রসূতির গর্ভে তিনটি শিশু আছে। মঙ্গলবার সকাল ৭টা ৫০মিনিটে সফলভাবে তার নরমাল ডেলিভারি করানো হয়। তবে নবজাতক শিশুদের ওজন কম হওয়ায় তাদেরকে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে রেফার করা হয়। কিন্তু সেখানে নেয়ার পথে দুইজন এবং নেওয়ার পরে আরেকজন মারা যান বলে জেনেছি।’