শুক্রবার ভোর রাত ৩টার দিকে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার নাজিরপাড়া এলাকায় একটি চায়ের দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ভোর রাত ৩টার দিকে দিকে পতেঙ্গার নাজিরপাড়া এলাকার একটি চায়ের দোকানে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে আমরা কর্ণফুলী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে প্রেরণ করি। পরে ঘণ্টাখানেক চেষ্টা শেষে ৪টার দিকে আগুন নির্বাপণ করা হয়।’
তিনি জানান, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, বৈদ্যুতিক কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং তিন লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।