পুকুর পাড়ের গাছে যুবকের ঝুলন্ত লাশ

0

টাঙ্গাইলের মধুপুরে গলায় ফাঁস দিয়ে হোসেন আলী খান (৩২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।শুক্রবার ভোরে বাড়ির সামনে পুকুর পাড়ের গাছে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। 

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ হোসেন আলীর মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের সংগ্রাম শিমুল গ্রামের। দুই সন্তানের জনক হোসেন আলী ওই গ্রামের  মৃত রাজা মাহমুদ খানের ছেলে।

পারিবার থেকে জানা যায়, গত রাতের কোনো এক সময় সবার অজান্তে হোসেন ঘর থেকে বের হয়ে যান। সকালে পুকুর পাড়ের গাছে ঝুলে থাকা অবস্থায় তাকে পাওয়া যায়।

ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু বলেন, “তার আত্মহত্যার কারণ রহস্যজনক। তবে কানে কম শোনা দরিদ্র হোসেন আলী শুনেছি ঋণগ্রস্ত ছিলেন। পেটের ব্যথার রোগীও ছিলেন।”

মধুপুর থানার ওসি তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিন বলেন, মরদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।