আশুলিয়ায় ৫ হাজার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

0
আশুলিয়ায় ৫ হাজার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

সাভারের আশুলিয়ায় প্রায় পাঁচ হাজার ইয়াবা ও গাঁজা গাছসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৪।

রবিবার (০১ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে শনিবার (৩১ জুলাই) বিকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নে জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. জসিম (২৭), আব্দুল্লাহ শুভ (২৮), সবুজ খান (৩২) ও আব্দুল্লাহ (৩৪)। তারা সবাই টাঙ্গাইল জেলার বাসিন্দা।

র‌্যাব-৪ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার বিকালে ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৭৮৫ পিস ইয়াবা, একটি গাঁজার গাছ, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৮৪৩ টাকা ও সাতটি মোবাইলসহ ৪ চিহ্নিত মাদক বিক্রেতাকে আটক করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, আসামিরা কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ভিন্ন কৌশলে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল। তাদের আশুলিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।