দুই সন্তানকে নিয়ে ঘুরছিলেন বাইকে, পিকআপ ধাক্কায় প্রাণ গেল বাবার

0
কুড়িগ্রাম Kurigram

কুড়িগ্রাম শহর এলাকায় পিকআপের ধাক্কায় মুন্না (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সঙ্গে থাকা তার দুই শিশু মুন (২) ও মুরসালিন (৪)।


রবিবার বিকাল ৫টার দিকে মাটিকাটার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না সওদাগর পাড়া গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকালে মুন্না তার সন্তান মুন ও মুরসালিনকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে বাড়ির কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কে ঘোরাফেরা করছিলেন। এক পর্যায়ে মুন্না মোটরসাইকেল চালিয়ে মাটিকাটার মোড় নামক স্থানে গেলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মুন্না ও তার দুই শিশু আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মুন্না মারা যায়।

কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়া বলেন, ঘাতক পিকআপটি এলাকাবাসী আটকে রাখলে পুলিশ গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।