রবিবার দুপুরে নোয়াখালীতে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করলেন মো. শহীদুল ইসলাম।
এসময় তিনি সাবেক পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের কাছে থেকে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে পুলিশ সুপার কার্যালয়ে আসার পর বিদায়ী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন তাকে ফুল দিয়ে সাদর সম্ভাষণ জানান। এসময় শহীদুল ইসলাম সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করে্ন।
নতুন এসপি শহীদুল ইসলাম রংপুর সদর উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। শিক্ষা জীবনে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে ২০০১ সালে স্নাতক ও ২০০৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ২৫ তম বিসিএস (পুলিশ ক্যাডারে) উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে তিনি পুলিশ বিভাগে যোগদান করেন।
পরে বিকালে বিদায়ী পুলিশ সুপার মো. আলমগীর হোসেনকে ফুলেল সজ্জিত গাড়িতে বিদায় জানানো হয়।
প্রসঙ্গত, গত ১১ জুলাই (রবিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (নিরাপত্তা) ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পত্রে পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. শহীদুল ইসলামকে (পিপিএম-সেবা) নোয়াখালীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেয়া হয়।