সোমবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় ভাবির ছুড়ে মারা গরম পানিতে ঝলসে গেছে শাহাদাত হোসেন (৩৩) নামের এক যুবকের শরীর। উপজেলার কাদলা ইউনিয়নের আয়মা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
এ ঘটনায় আহত দেবর শাহাদাত হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ওই নারীর নাম শামীমা বেগম (৪০)।
অভিযোগ থেকে জানা যায়, শামীমা বেগমের স্বামী মালয়েশিয়া প্রবাসী আনোয়ার হোসেন শাহাদাত হোসেনের বড় ভাই । দুই সন্তানের জননী শামীমা বেগম প্রত্যহই স্বামীর অবর্তমানে এলাকার বখাটে ছেলেদের নিয়ে রাতদিন নিজ গৃহে আড্ডা দিতেন। কিন্তু এ নিয়ে শাহাদাত বারবার তাকে নিষেধ করতে থাকেন। ফলে দেবর-ভাবির মধ্যে মনোমালিন্য তৈরি হলে তিনি শাহাদাতকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেন। সাথে নারী নির্যাতনের মামলা করারও ভয় দেখান।
পরে সোমবার দুপুরে আয়মা গ্রামের বাড়ির এক ব্যক্তির জানাজা শেষে শাহাদাত হোসেন শামীমা বেগমের ঘরের পাশ দিয়ে নিজ ঘরে যাওয়ার সময় শামীমা শাহাদাতের শরীরে গরম পানি ছুড়ে মারলে শাহাদাতের পিঠ ও বাম হাত ঝলসে যায়। সাথে সাথে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, এ ঘটনায় তারা একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে দ্রুতই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।