পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আজ থেকে। মিরপুরের হোম অব ক্রিকেট শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। দুই দলের চার সাক্ষাতের প্রতিটি শেষ হাসি অজিদের।
নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চকে পাচ্ছে না টিম অস্ট্রেলিয়া। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪-১ ব্যবধানে হেরে আসে অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়েডের নেতৃত্বে মিরপুরে ভালো কিছু করবার প্রত্যয় তাদের।
কুঁড়ি বিশের সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে অজিরা হারলেও বাংলাদেশ জিম্বাবুয়েকে হারায় ২-১ ব্যবধানে। হারারের জয় অন্তত কিছুটা হলেও এগিয়ে রাখবে বাংলাদেশকে। পক্ষান্তরে মুশফিক, তামিম, লিটনের অনুপস্থিতি ব্যাকফুটেও ঠেলে দেবে মাহমুদউল্লাহর দলকে।
বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো চান বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চান উইকেট হবে স্পোর্টিং। এশিয়ার পিচ নন এশিয়ানদের জন্য এমনিতেই কঠিন। বাংলাদেশ খেলে স্পিন নির্ভর। তবে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডরা যেকোনো কন্ডিশনে ভয়ংকর। পেসের আগুনে ঝলসে দিতে পারে যেকোনো সময়।
মাঠের বাইরে বহু হিসাব নিকাশ চলবে৷ খেলতে হবে মাঠে। ভয়ভীতি এক পাশে সরিয়ে সেরাটা নিংড়ে দিতে হবে। প্রথম সারির ও অভিজ্ঞ কয়েকজনকে ছাড়াই ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সুযোগ দেখছেন। জয়ের ব্যাপারে প্রত্যয়ী তিনি। কেবল মাঠে তার প্রতিফলন ঘটানোর পালা।