দেশে টিকা না নিলে দেওয়া হবে শাস্তি

0
CORONA VACCINE করোনা ভ্যাক্সিন

৭ আগস্ট থেকে শুরু হচ্ছে গণটিকাদান কার্যক্রম। এদিন থেকে দেশের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে মোট ১৪ হাজার কেন্দ্রে একযোগে গণটিকাদান শুরু হবে। সরকারের লক্ষ্যমাত্রা সাত দিনে প্রায় এক কোটি মানুষকে টিকা দেওয়া।

প্রাথমিকভাবে রেজিষ্ট্রেশন ছাড়া টিকাপ্রদানে বয়স্ক মানুষ অগ্রাধিকার পাবেন। একই সাথে শ্রমজীবী মানুষ, দোকানদার, গণপরিবহনের কর্মীদের নিতে হবে নিজ নিজ ওয়ার্ড থেকে টিকা। ভ্যাকসিন গ্রহণ না করে কেউ কোনো কর্মস্থলে আসতে পারবেন না।

আজ মঙ্গলবার কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের এক সভা শেষে সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান বৈঠকের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এছাড়াও সভায় সিদ্ধান্ত হয় কোভিড সংক্রমণ রোধে দেশে চলমান কঠোর বিধিনিষেধ আরও ৫ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, ভ্যাকসিন না নিয়ে কেউ দোকান খুলতে পারবেন না। এমনকি ভ্যাকসিন ছাড়া কেউ বাইরেও বেরোতে পারবেন না। যেসকল ১৮ বছরের ঊর্ধ্বে টিকা ছাড়া বাইরে চলাচল করবেন, তাদের টিকা না নেওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।